নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির নামে ওইএলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও একটি সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
শুক্রবার (১২ এপ্রিল) রাতে সোনাগাজী পৌর এলাকার উত্তর চরচান্দিয়া গ্রামে নুসরাতের কবর জিয়ারত শেষে এ ঘোষণা দেন তিনি।
নিজাম উদ্দিন হাজারী বলেন, নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত খুনিরা ছাড় পাবে না। খুনিদের কয়েকজন ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। অন্যরাও শিগগিরই গ্রেফতার হবে।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে নুসরাতের পরিবারের পাশে দাঁড়িয়েছি। নুসরাত হত্যার বিচারে আইনি সহযোগিতা এবং আর্থিক সহযোগিতাসহ সব ধরনের সহযোগিতা আমি করব। আমি বিশ্বাস করি যে তাদের (খুনিদের) দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করতে না পারে।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো কারণ ছাড়া একজন মাদরাসাছাত্রীকে একজন অধ্যক্ষের আগুনে পুড়িয়ে হত্যা করার মতো জঘন্য ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার নেই।
নিজাম হাজারী ফেনীতে আসার পর শুক্রবার রাতে নুসরাতের গ্রামের বাড়িতে ছুটে যান। সেখানে তিনি নুসরাতের বাবা মাওলানা কে এম মুসা, তার মা এবং ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের সান্ত্বনা দেন এবং সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও নুসরাতের মামলাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।