ফেনী : নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে ম্যাচের কাঠি ঠুকে আগুন ধরিয়ে দিয়েছিল সাইফুর রহমান জোবায়ের। রবিবার (২১ এপ্রিল) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জোবায়ের এ কথা স্বীকার করেছে। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহম্মদের আদালত বিকালে এই জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দি রেকর্ড শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই চট্টগ্রাম বিভাগের স্পেশাল পুলিশ সুপার মো. ইকবাল। তিনি বলেন, ‘ঘটনার দিন কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছে জোবায়ের। এই হত্যার বিষয়ে সে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। কিন্তু মামলার তদন্তের স্বার্থে তা উল্লেখ করা যাচ্ছে না।’
জোবায়ের নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ১০ এপ্রিল তাকে সোনাগাজী থেকে গ্রেফতার করা হয়। ১১ এপ্রিল আদালত তাকে পাঁচদিনের রিমান্ড দেয়। সে নুসরাতের সহপাঠী ছিল এবং সোনাগাজী পৌর শহরের আবুল বাশারের ছেলে।