ফেনী: সময়ের আলোচিত ফেসবুক লাইভ স্টার ব্যারিস্টার সায়েদুল হক সুমন এবার আগুনে পুড়িয়ে হত্যা করা ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহানের গ্রামের বাড়িতে উপস্থিত হয়েছেন।
শনিবার তিনি সিলেট থেকে সোনাগাজী উপজেলা পৌর এলাকার উত্তর চরচান্দিয়ায় এলাকায় নুসরাতের গ্রামের বাড়ি যান এবং গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তার কবর জিয়ারত করেন। এসময় নুসরাতের বাবা ও দুই ভাইকে সঙ্গে নিয়ে তার কবরের পাশে ফেসবুক লাইভে অংশ নেন।
লাইভে তিনি বলেন, নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম ছাড়া সব আসামিকে ধরা হয়েছে। তিনিও খুব দ্রুত ধরা পড়বেন বলে আশা করছি। মামলাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তদারকি করছেন। এ মামলার কোনো আসামি রেহাই পাবেন না।
তিনি আরও বলেন, বিচারের ব্যবস্থা না করে নুসরাতকে আমরা ভুলবো না, এটা তার কবরের সামনে এসে বলে যাচ্ছি। যত বাধাই আসুক না কেন নুসরাতের যারা আসামি তাদের সর্বোচ্চা শাস্তির ব্যবস্থা করা হবে। ৪ মিনিটের ফেসবুক লাইভে ব্যারিস্টার সুমন নুসরাত হত্যাকাণ্ডে আসামিদের বিচার নিশ্চিত করার বিষয়ে কথা বলেন।