নিউজ ডেস্ক : ফেনী সদর উপজেলায় নিম্নমানের খোয়া, কংক্রিট, বাঁশ ও কলাগাছ ব্যবহার করে কালভার্ট নির্মাণ করা হয়েছে। এতে করে যে কোনো সময় কালভার্টটি ভেঙে দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা গেছে, ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তরখানে বাঁশ ও কলাগাছ ব্যবহার করে কালভার্টটি নির্মাণ করা হয়েছে। ওই কালভার্টটি নির্মাণের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এখানেই শেষ নয়, শর্শদী ইউনিয়ন পরিষদের নির্মিত কালভার্টটি একনজর দেখতে দূর-দূরান্ত মানুষ এসে ভিড় করছেন।
জানা যায়, শর্শদী ইউনিয়নের উত্তরখানে একটি কালভার্ট ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কয়েক দিন আগে শর্শদী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কালভার্টটি নির্মাণ করা হয়।
স্থানীয়রা জানান, কালভার্টের নির্মাণে নিম্নমানের খোয়া ও কংক্রিট ব্যবহার করা হয়েছে। ঢালাই কাজে সেন্টারিং করা হয় বাঁশ ও কলাগাছ দিয়ে। এতে করে যে কোনো সময় কালভার্টটি ভেঙে বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার মোর্শেদ আলম জানান, কালভার্টটি চেয়ারম্যান নিজে করেছেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাঁশ ও কলাগাছের কথা স্বীকার করে বলেন, এই কাজটি পরিষদের নয়, ব্যক্তি উদ্যোগে করা হয়েছে।