নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হ'ত্যায় ১৬ জনের মৃ'ত্যুদ'ণ্ডের ঘটনাটি দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন নান্নু। আসামিরা আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন এই আইনজীবী।
আজ বৃহস্পতিবার সকালে রায় ঘোষণার পর গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন নান্নু বলেন, এ রায় দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। রাষ্ট্রপক্ষ কোনো অপরাধ সামান্যতমও প্রমাণ করতে পারেনি।
এদিকে ৮০৮ পৃষ্ঠার রায়ে মূল হোতা অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামির মৃ'ত্যুদ'ণ্ড প্রদান করা হয়েছে। গিয়াস উদ্দিন নান্নু বলেন, ‘আমরা এ রায়ে অসন্তুষ্ট। উচ্চ আদালতে যাবো। এই রায় শেষ রায় নয়। কেউ আসামি শামীমের নাম বলেননি। কোনো কোনো আসামির জন্য একজনও সাক্ষী দেননি। যা বলার উচ্চ আদালতে বলবো।