ফেনী থেকে : বহুল আলোচিত সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হ'ত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার। সকাল থেকে ফেসবুকের পাতায় পাতায় একটা ছবিসহ স্ট্যাটাস ভাইরাল হতে দেখা যায়। তাতে লেখা, ‘ফুল ফুটেছে রাফির কবরে, ফেনীর আদালত থাকবে সারা দেশের মানুষের নজরে’।
নুসরাত জাহান রাফি হ'ত্যার পর সব আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত দেশবাসীসহ সচেতন মানুষের স্লোগান ছিল- ‘আমার বোন কবরে, খুনি কেন বাইরে’। এই প্রতিবাদী স্লোগানে উ'ত্তে'জিত ছিল দেশের সমগ্র রাজপথ।
সারা দেশের মানুষ নুসরাত হ'ত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছিল এই রায়ের দিনের জন্য। নুসরাতের পরিবার ও বাদীপক্ষের আইনজীবীরা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করে দো'ষীদের দৃষ্টান্তমূলক শা'স্তি দাবি করেছিল।
এদিকে, রায়ের দিনে নুসরাতের কবরে বাঁশের বেড়ায় ফুটন্ত সাদা ও লাল গোলাপের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। রায়ের দিনে ফেসবুকে কবরের পাশে ফুটন্ত গোলাপের ছবি নিয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে কবরে নুসরাতের জন্য জান্নাত কামনা করেছেন বহু লোক।
কেউ কেউ ফেসবুকে লিখেছেন মহান আল্লাহ ন্যায় বিচারক ও বিচার দিনের মালিক। সুতরাং নুসরাত ইহকাল ও পরকালে ন্যায়বিচার পাবেন।