শনিবার, ০৬ জুন, ২০২০, ০৩:৩৫:৫৬

পরিবারের দৈনিক ব্যয় মিটানোর একমাত্র অবলম্বন দ্বিতীয় গাভীটির একই দশা করলো দুর্বৃ'ত্তরা

পরিবারের দৈনিক ব্যয় মিটানোর একমাত্র অবলম্বন দ্বিতীয় গাভীটির একই দশা করলো দুর্বৃ'ত্তরা

সোনাগাজী (ফেনী): নিরীহ কৃষক আবুল হোসেন। দুটি দুধের গাভীই পরিবারের দৈনিক ব্যয় মিটানোর একমাত্র অবলম্বন। গাভী দু’টির দুধ বিক্রি করে চলছিল তার সংসার। সেই দুটি গাভীর একটি গতবছরের ২২ জুন অজ্ঞাত দুবৃ'র্ত্তরা চুরি করে নিয়ে খালের পাড়ে জ'বাই করে গোশত নিয়ে যায়। অপর অন্তঃসত্ত্বা গাভীটি ঠিক একবছর পর গত ৪ জুন বৃহস্পতিবার গভীর রাতে একইভাবে দু'র্বৃত্তরা চুরি করে নিয়ে গিয়ে একই স্থানে জ'বাই করে গোশত নিয়ে গিয়ে চামড়াযুক্ত গাভীর মাথা গাছের সাথে ঝুলিয়ে রেখে যায়।

চা'ঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার গভীর রাতে ফেনীর সোনাগাজী উপজেলার ৩ নং মঙ্গোলকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাষ্টার বাড়ির নিরীহ কৃষক আবুল হোসেনের।

স্থানীয় ইউপি মেম্বার মো: আব্দুল আজিম জানান, আবুল হোসেনের সাত মাসের গাভীন (অন্তঃসত্ত্বা) গরুটি ওই দিন গভীর রাতে চুরি হয়ে যায়। অনেক খোঁ'জাখুঁ'জি করেও পাওয়া যায়নি। একদিন পর শনিবার একই ইউনিয়নের সেলিম আল-দিন স্কুলের পিছনে নির্জন খালের পাড়ে জ'বাই করে গোশত নিয়ে গিয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা গরুটির চামড়াযুক্ত মাথা গাছের সাথে ঝুলিয়ে রাখে পাষ'ণ্ড অজ্ঞাত দুর্বৃ'ত্তরা।

কৃষক আবুল হোসেন জানান, গত বছরের ২২ জুন একটি গরু নিয়ে যাওয়ার পর একইভাবে এ বছর ৪ জুন অজ্ঞাত দু'র্বৃত্তরা আমার গোয়ালে থাকা অপর গরুটিও চুরি করে নিয়ে যায়। এবং পরদিন একই জায়গায় জ'বাই করা গোশত নিয়ে যাওয়া গরুটির মাথা দেখতে পাই। এলাকায় আমাদের জানা মতে কোনো শত্রু নেই। আমার পরিবার চালানোর একমাত্র অবলম্বন দুধের গাভীটিও দুর্বৃত্তরা শেষ করে দিল। আমি থানায় অ'ভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, বিষয়টি দুঃখজনক। গত বছরও কৃষকের অপর গরুটি একইভাবে চুরি করে নিয়ে য়ায়। আমি স্থানীয় মেম্বারকে বলেছি থানায় অ'ভিযোগ দাখিল করতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে