রবিবার, ২৮ জুন, ২০২০, ১২:২৮:১২

করোনায় ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আকরামুজ্জামানের মৃত্যু

করোনায় ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আকরামুজ্জামানের মৃত্যু

ফেনী : করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়ে মা'রা গেছেন ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আকরামুজ্জামান। রোববার ভোরে চিকিৎ'সাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নি:'শ্বাস ত্যাগ করেন আকরামুজ্জামান।

আকরামুজ্জামানের তাঁর বড় ছেলে সাইফুজ্জামান বাবু জানান, গত ১৯ জুন শুক্রবার শ্বাসক'ষ্ট নিয়ে বাবা আকরামুজ্জামানকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২০ জুন করোনা পরীক্ষায় তার পজেটিভ রিপো'র্ট আসে। ওইদিন রাতে তাঁকে সিএমএইচ এর নিবিড় পর্যবেক্ষন কেন্দ্র (আইসিইউ) চিকিৎসা দেয়া হয়। গত তিন দিন ধ'রে তার ফুসফুসে সং'ক্র'মন বে'ড়ে যাওয়ায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে উচ্চ প্রবাহে অক্সিজেন দেওয়া হয়। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়।

সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, ৩/৪ দিন ধ'রে জ্বর-কাশি সহ অসু'স্থতা বো'ধ করায় গত ১৯ জুন বিকেলে পরিবারের সদস্যরা তাকে ঢাকায় সিএমএইচ হাসপাতালে ভর্তি করায়। এর আগে ফেনীতে করোনা ভাইরাস পরীক্ষায় তার ন'মু'না নেগেটিভ এসেছিলো। মৃ'ত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাাহী রে'খে গেছেন। তার মৃ'ত্যুতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসং'গঠন গভীর শো'ক প্রকাশ করেছেন।

ফেনী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী জানান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী আকরামুজ্জামানের মৃ'ত্যুতে ফেনী বার’র আইনজীবীরা শো'কাহ'ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে