মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০২:৩৯

ট্রাকের ধা'ক্কায় রাস্তার নিচে পুলিশের গাড়ী, আহ'ত ৫

ট্রাকের ধা'ক্কায় রাস্তার নিচে পুলিশের গাড়ী, আহ'ত ৫

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় পুলিশের গাড়িতে ট্রাকের ধা'ক্কায় পাঁচ পুলিশ সদস্য আহ'ত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের কাজীরদিঘি এলাকার নেয়াজপুর রাস্তার মাথায় এ দু'র্ঘট'না ঘ'টে। আহ'তরা সবাই মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল মালেক জানান, নিয়মিত ট'হলের অংশ হিসেবে গাড়ি নিয়ে রাতে মহাসড়কে পুলিশের একটি দল ট'হল দিচ্ছিল। এ সময় পেছন থেকে ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬০৬৪) পুলিশের গাড়িকে ধা'ক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান ও ট্রাক একসঙ্গে রাস্তার নিচে নেমে যায়।

খবর পেয়ে ঘ'ট'না'স্থল থেকে কনস্টেবল আবদুল্লাহ আল ফয়সাল, কামরুল হাসান, শওকত আলী, এরশাদুল হক ও ট্রাফিক পরিদর্শক তোফাজ্জল হোসেনকে উ'দ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে গু'রু'তর অব'স্থায় কনস্টেবল ফয়সাল ও হাসানকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ইন্সপেক্টর আবদুল মালেক আরও জানান, ঘ'ট'নার পর ট্রাকচালক ও হেলপার পা'লিয়ে গেছেন। ঘ'ট'নাস্থল থেকে ক্ষ'তিগ্র'স্ত পুলিশের গাড়ি ও ট্রাকটি উ'দ্ধার করা হয়েছে। ট্রাকচালকের অস'তর্কতার কারণে এ দু'র্ঘ'টনা ঘ'টে'ছে বলে ধারণা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে