সোমবার, ১৪ জুন, ২০২১, ০৯:৫২:০১

একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম, সুস্থ আছে সকলেই

একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম, সুস্থ আছে সকলেই

একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ। তিনি  ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের এলাকার শরিফপুর পাটোয়ারীবাড়ির প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী। 

সোমবার বিকেল ৪টার দিকে ফেনীর হায়দার ক্লিনিকে তিনি সিজারের মাধ্যমে চারটি কন্যাসন্তানের জন্ম দেন। 

গৃহবধূর দেবর মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, ‘আমরা এর আগে দুজন সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই। সোমবার দুপুরের দিকে প্রসব ব্যথা শুরু হলে সালমাকে হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন। বিকেল ৪টার দিকে ডাক্তার তাহমিনা সুলতানা নিলু সিজার করে দেখেন চার শিশুসন্তান হয়েছে।

আনোয়ার বলেন, একসঙ্গে চারটি মেয়ে পেয়ে আমরা খুশি। আমাদের যৌথ পরিবারে চার সন্তানের লালন-পালনে কোনো সমস্যা হবে না। 

হাসপাতালের ম্যানেজার নুরুল আফসার ফোরকান বলেন, খবরটি শোনার পর বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছে। আমরা নবাগত সন্তান ও তার মাকে কেবিনে থাকার ব্যবস্থা করেছি।

সিজার অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক তাহমিনা সুলতানা নিলু বলেন, ওই গৃহবধূ এবং চার নবজাতককে প্রাথমিকভাবে সুস্থ দেখা যাচ্ছে। মা ও নবজাতকদের সার্বক্ষণিক দেখাশোনা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে