রবিবার, ০৪ জুলাই, ২০২১, ১০:৩৭:৩৩

হঠাৎ বিয়ে বাড়িতে সেনাবাহিনী, বরকে রেখেই পালাল সবাই!

 হঠাৎ বিয়ে বাড়িতে সেনাবাহিনী, বরকে রেখেই পালাল সবাই!

মহাধুমধামে বিয়ের আয়োজন, একটু পরেই পরিবেশন করা হবে খাবার। আয়োজন দেখে মনে হবে চলমান 'লকডাউনের' কথা ভুলে গেছেন তারা। অথবা বিধিনিষেধ সম্পর্কে জানেন না। তবে এই চিত্র এক মুহূর্তে ভিন্ন দৃশ্যে পরিণত হয়। হঠাৎ বিয়ে বাড়িতে সেনাসদস্যদের উপস্থিতি দেখে বরকে রেখেই পালাল সবাই। এমনকি তার সঙ্গে আসা বরযাত্রীও।

আজ রবিবার দুপুর ২টার দিকে ফেনীর সোনগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এমন ঘটনা ঘটে। 

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জানান, লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে সফরপুরের ছলিম উদ্দিন মুন্সি বাড়িতে হেদায়েত উল্যার মেয়ের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন সেনাবাহিনীর সদস্যদের নিয়ে অভিযান চালায়। সেনা সদস্যদের দেখেই উপস্থিত সকলে বরকে রেখে পালিয়ে যায়। পরে এসিল্যান্ড মেয়ের বাবা থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতে এমন কাজ করবে না মুচলেকা দিয়ে তার (চেয়ারম্যানের) মাধ্যমে স্বল্প পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করার আদেশ দেন।

সহকারী ভূমি কমিশনার জাকির হোসেন জানান, সচেতনতার অভাবে মানুষ কঠোর লকডাউন ভঙ্গ করে সামাজিক অনুষ্ঠান আয়োজন করছে। কঠোর লকডাউন ভঙ্গ করে সামাজিক অনুষ্ঠান আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে স্বল্প পরিসরে বিয়ের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে