মঙ্গলবার, ০৪ জানুয়ারী, ২০২২, ০৯:৪৭:৫০

'নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকায় থাকবে, কাউকে ছাড় দেওয়া হবেনা'

'নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকায় থাকবে, কাউকে ছাড় দেওয়া হবেনা'

ফেনীর পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকায় থাকবে। কোনো ধরনের বহিরাগত দেখলেই পুলিশ আটক করবে। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবেনা। কোথাও বিশৃঙ্খলা হলে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর কেউ হামলা করলে ওই এলাকাকে হাবিয়া দোজখ তৈরী করে দেওয়া হবে। আজ মঙ্গলবার ফেনী সদরের ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফেনী মিজান ময়দানে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।

পুলিশ সুপার ভোটারদের উদ্দেশে বলেন, আপনার সবচে ভালো পেশাকটি পরে কেন্দ্রে চলে আসবেন, লাইনে দাঁড়াবেন এবং যাকে খুশি ভোট দেবেন। বহিরাগত যুবকদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ফেনীর কালচার বহিরাগত যুবকরা এসে ডিউটি দেওয়া। এ ধরণের কোনো বহিরাগত ব্যাক্তিকে প্রভাব বিস্তার করার সুযোগ দেওয়া হবেনা। এসব “অতিথি”দের আটকে আমরা তৎপর রয়েছি। যিনি যে এলাকার ভোটার, শুধু সেখানেই ভোট দেবেন। পুলিশ সুপার বলেন, কোথাও কেউ ভোট দিতে বাধাগ্রস্ত হলে আমরা সঙ্গে সঙ্গে ব্যাবস্থা নেব।  

ফেনী মডেল থানা আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ভোট কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যরা প্রয়োজনে রোজা রাখবেন, তবুও যেন কোনো প্রার্থীর দেওয়া কিছু খাবেন না। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার ব্যাপারে এটি কঠোরভাবে পালন করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে