বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৮:৩৬:৫৭

খালেদার ভাতিজার আওয়ামী লীগে যোগদান

খালেদার ভাতিজার আওয়ামী লীগে যোগদান

ফেনী : আওয়ামী লীগ নেতাদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাতিজা মহিউদ্দিন মজুমদার।  জেলার ফুলগাজীতে শতাধিক কর্মী ও সমর্থক নিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তারা।

আজ দুপুরে ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে নিজ বাড়ি সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করেন আলাউদ্দিন আহমেদ।  সেখানে খালেদা জিয়ার চাচাতো ভাইয়ের ছেলে ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন মজুমদার ওরফে সামু তার সমর্থকদের নিয়ে আওয়ামী লীগে যোগ দেন।  এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৬ সদস্যও আওয়ামী লীগে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, বেগম খালেদা জিয়া ফেনীর ফুলগাজীর মেয়ে হিসেবে দাবি করলেও তার শাসনামলে ফুলগাজীতে কোনো উন্নয়ন হয়নি। উপজেলা সদর থেকে খালেদা জিয়ার বাড়ির সড়কটিও আওয়ামী লীগের শাসনামলে পাকা করা হয়েছে।  সে কারণেই খালেদা জিয়ার বাড়ির লোকজনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।

এ প্রসঙ্গে মহিউদ্দিন মজুমদার বলেন, ১৯৭৩ সালে ফুলগাজী যুবলীগের সভাপতি ছিলেন তিনি।  তিনি আবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন।  আমৃত্যু আওয়ামী পরিবারের সন্তান হিসেবে থাকতে চান তিনি।

ফুলগাজী উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান মজুমদারের দাবি, মহিউদ্দিন মজুমদার ওরফে সামু কখনো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।  তিনি প্রথমে যুবলীগ ও পরে জাতীয় পার্টিতে ছিলেন।  তবে বিএনপির কোনো নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন কি না জানা নেই তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদার, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
২১জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে