বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩, ১২:১৮:২৮

সৌদিপ্রবাসীর গায়ে হলুদে কোরআন তেলাওয়াতের আয়োজন!

সৌদিপ্রবাসীর গায়ে হলুদে কোরআন তেলাওয়াতের আয়োজন!

এমটিনিউজ২৪ ডেস্ক : বিয়ের অনুষ্ঠান মানেই এখন আতশবাজির বিকট শব্দে আকাশ-বাতাস প্রকম্পিত হওয়া। আর ডিজেপার্টি আর তরুণ-তরুণীদের নাচে-গানে উত্তাল এক রঙ্গমঞ্চ।

কিন্তু সেসব পার্থিব হৈ-হুল্লোড়, উল্লাসে না ভেসে ব্যতিক্রমী বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করেছেন সোনাগাজীর মো. সাইফুল ইসলাম নামের এক যুবক।

এক ঝাঁক কোরআনের হাফেজের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত শোনা গেছে সাইফুলের বিয়েতে। কোরআন খতম আর বিশেষ মোনাজাতের মাধ্যমে পালন করা হয় এ সৌদিপ্রবাসীর গায়ে হলুদ অনুষ্ঠান।

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের বিজয় নগরের মো. ইব্রাহীম মানিকের ছেলে মো. সাইফুল ইসলাম। তিনি সৌদি আরবে একটি কোম্পানিতে চাকরি করেন।

গতকাল বুধবার (৪ অক্টোবর) দুপুরে মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের লস্কর ব্যপারী বাড়ির চানমিয়ার মেয়ে সানজিদা আক্তার শারমিনের সঙ্গে বিয়ে হয় সাইফুলের।

গত মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে খতমে কোরআন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই ব্যতিক্রমী আয়োজনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রশংসায় ভাসছেন সাইফুল ইসলাম। নবদম্পতির নতুন জীবনের শুভকামনা জানানোসহ তাদের জন্য দোয়া চাইছেন নেটিজেনরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে