শুক্রবার, ০৩ নভেম্বর, ২০২৩, ১০:৩৩:৪৯

নির্ধারণ করে দেওয়া হলো রিকশা ভাড়া, খুশী সাধারণ যাত্রীরা

নির্ধারণ করে দেওয়া হলো রিকশা ভাড়া, খুশী সাধারণ যাত্রীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : ফেনী শহরে চলাচলে রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়েছে পৌরসভা। এতে স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মাঝে। ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে নতুন করে রিকশা ভাড়া নির্ধারণের উদ্যোগ নেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। ১ নভেম্বর থেকে নতুন ভাড়ার তালিকা অনুযায়ী রিকশা ভাড়া নেবে বলে জানিয়ে দেয় পৌরসভা কর্তৃপক্ষ।

পৌরসভা সূত্র জানায়, শহরে চলাচলের জন্য সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ঘণ্টা প্রতি ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

নতুন করে রিকশা ভাড়া নির্ধারণে খুশী সাধারণ যাত্রীরা। মাসুদ আদনান নামে এক যাত্রী বলেন, রিকশাচালকদের সাথে প্রায়ই ভাড়া নিয়ে ঝামেলা হতো। পৌরসভার ভাড়ার তালিকা অনুযায়ী যাত্রী পরিবহন করলে এ সমস্যা আর হবে না।

সাবরিনা আক্তার নামে এক যাত্রী বলেন, নারী যাত্রীদের সাথে প্রায়ই রিকশাচালকরা ভাড়া নিয়ে ঝামেলা করতো। নতুন ভাড়া মেনে ভাড়া নিলে এ ঝামেলা আর থাকবে না৷

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, রিকশামালিক, যাত্রী ও ফেনীর সচেতন নাগরিকদের নিয়ে আলোচনা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে পৌরসভা কর্তৃক প্রণীত ভাড়া তালিকা না মানলে রিকশা জব্দসহ রিকশার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে পৌর কর্তৃপক্ষ।

সুমন নামে এক রিকশামালিক বলেন, পৌরসভার তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া হয়। মাঝেমধ্যে যাত্রী ও চালকের মধ্যে ৫/১০ টাকার জন্য কথা-কাটাকাটি হয়।

সুরুজ মিঞা নামে এক রিকশাচালক বলেন, সারাদিনে রিকশা চালিয়ে ৪০০/৫০০ টাকা ইনকাম হয়। দিনশেষে জমা দেওয়ার পর আমাদের জন্য কিছুই থাকে না। দ্রব্যমূল্যের যে দাম তালিকা অনুযায়ী রিকশা চালালে আমরা না খেয়ে মরবো।

পৌরসভার ভাড়ার তালিকা অনুযায়ী মহিপাল থেকে পৌরসভা অফিস, ফেনী সরকারি কলেজ গেইট ও সংলগ্ন এলাকার ভাড়া ২৫ টাকা, স্টার লাইন বাসস্ট্যান্ড পর্যন্ত ভাড়া ১০ টাকা, পাঠানবাড়ি ও পার্শ্ববর্তী এলাকার ভাড়া ২০ টাকা। সার্কিট হাউজ, বিজয় সিংহ দিঘি ও গোল্ডেন শিশু পার্ক ১৫-২০ টাকা। পুরাতন পুলিশ কোয়ার্টার ২০ টাকা।

ফেনী পৌরসভা অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয়/এলজিইডি কার্যালয় পর্যন্ত ভাড়া ২৫ টাকা, উপজেলা পরিষদ /সদর হাসপাতাল এলাকা ২০ টাকা, স্টার লাইন বাসস্ট্যান্ড ২০ টাকা, দাউদপুর পৌর কাঁচাবাজার পর্যন্ত ২০ টাকা।

ট্রাংক রোড দোয়েল চত্বর থেকে জি এ একাডেমি ও পার্শ্ববর্তী এলাকার ভাড়া ২০ টাকা, ফেনী পৌরসভা ও পার্শ্ববর্তী এলাকা ১০ টাকা, জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা ২০ টাকা, সালাহউদ্দিন হাই স্কুল ও পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত ৩০ টাকা। ফেনী পলিটেকনিক ও পার্শ্ববর্তী এলাকা ৩০ টাকা।

এছাড়া শহরে রিকশা চলাচলের ক্ষেত্রে পৌরসভার সকল নিয়ম কানুন মেনে যাত্রী পরিবহনের অনুরোধ জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে