এমটিনিউজ২৪ ডেস্ক : ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধার্মিক মহিলা। উনার মত ধার্মিক মহিলা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। দেশে বর্তমানে একদিকে প্রধানমন্ত্রী উন্নয়ন কাজ উদ্বোধন করছেন অন্যদিকে বিএনপি মানুষ হত্যা করছে।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার পরে প্রথমবারের মত ১৫ হাজার মহিলা নিয়ে আয়োজিত মহিলা সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী বলেন, প্রধানমন্ত্রী যেভাবে দেশের মানুষকে নিরাপদে রেখেছেন, তেমনিভাবে ফেনীও পিছিয়ে নেই। শেখ হাসিনা ফেনীকে কোনো কিছু থেকে বঞ্চিত করেননি। ফেনীর উন্নয়ন হচ্ছে, ফেনীর মানুষ নিরাপদে রয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হলে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল করিম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজা খানম রুনার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাহেলা আক্তার ছবি ও ১৩ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছম আনজু মান।
এ সময় সমাবেশে আগত ১৫ হাজার মহিলাকে উপহার দেন নিজাম হাজারী।