শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ০১:৪৯:২২

৪০ দিন ২০০ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করে বাইসাইকেল উপহার পেল ১০ কিশোর

৪০ দিন ২০০ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করে বাইসাইকেল উপহার পেল ১০ কিশোর

মোঃ কামরুল হাসান নিরব : এক নাগাড়ে ৪০ দিন ২০০ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করে বাইসাইকেল উপহার পেল দৌলতপুরের ৮-১৬ বছরের ১০ জন কিশোর । 

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে ফেনী সদর উপজেলার দৌলতপুর গ্রামের জনপ্রিয় সংগঠন 'রেনেসাঁ সমাজ কল্যান সংস্থা'র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৩৫ জন কিশোর নিয়মিত অংশগ্রহণ করেন। 

এতে ১০ জন বিজয়ী কিশোরকে সাইকেল প্রদান করা হয়। বিজয়ী কিশোরদের মধ্যে অন্যতম সালমান, আজিম, জুনায়েদ, জিহান, মিনহাজ, শুভ, ছিজান, খালেদ, ইয়ামিন ও সাফওয়ান।

এছাড়াও বাকী ২৫ জনকে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের ভয়াবহ বন্যাসহ বিভিন্ন দুর্যোগ মুহূর্তে সামাজিক কাজে এগিয়ে আশায় রেনেসাঁর ১৫জন সদস্যকে বিশেষ উপহার প্রদান করা হয়। শিক্ষা ও সমাজ সেবায় অবদানের জন্য দুইজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী  সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জমান, নায়েবে আমীর মাওলানা হারুনুর রশিদ, ধলিয়া ইউনিয়ন আমির মাওলানা নুরুল করিম, ধলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর নবী সহ বিভিন্ন স্তরের সামাজিক নেতৃবৃন্দ। 

সদর উপজেলা জামায়াতের আমীর মাও.নাদেরুজ্জামান পুরস্কৃত কিশোরদের উদ্দেশ্যে বলেন, মুসলিম রেনেসাঁ সমাজ গঠনে শিশু কিশোরদের নামাজ রোযাসহ ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত সমূহ পালনে অভ্যস্ত হতে হবে। এক্ষেত্রে তাদের উপহার প্রদান করলে ইবাদত পালনে তারা মনোযোগী হবে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল আহাদ মামুন সহ- সভাপতি আবদুল মতিন, মু. মুজাহিদ উদ্দিন, সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামিল সহ প্রমুখ।

রেনেসাঁ সমাজ কল্যাণ সংস্থা ২০১১ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠাকালীন সময় হতে সংগঠনটি শিক্ষা, সামাজিক ও মানবিক কল্যাণকর নানান কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানান সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ মামুন।-বিডি২৪লাইভ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে