রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১০:৩৮:৩৬

এবার ফেনীতে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে সাবেক ছাত্রলীগ নেতা আটক

এবার ফেনীতে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে সাবেক ছাত্রলীগ নেতা আটক

এমটিনিউজ২৪ ডেস্ক : ফেনীতে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন আবদুল্লাহ আল নোবেল নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা।

রোববার (১৬ মার্চ) দুপুরে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। পরে তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক নোবেল শহরের রামপুর এলাকার এনামুল হকের ছেলে। তিনি ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

পুলিশ জানায়, আটক নোবেল ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী। রোববার দুপুরে পরীক্ষা দিতে এলে তাকে আটক করেন ছাত্র প্রতিনিধিরা। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের ছাত্র প্রতিনিধি সালাউদ্দিন বলেন, আটক নোবেল গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে হামলায় অংশ নিয়েছিলেন। সেদিনের হামলার বিভিন্ন ছবি-ভিডিওতে তার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

নোবেল ক্যাম্পাসে রাজনীতিতে সক্রিয় না থাকলেও পৌর ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। এতদিন তিনি ক্লাসে আসেননি। আজ পরীক্ষার সুবাদে ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা তাকে আটক করেন।

ফেনী মডেল থানা পরিদর্শক ইকবাল হোসেন বলেন, ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে