মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ০২:২৮:২৯

প্রবল বৃষ্টিপাতে পানির নিচে ফেনী শহর ও নদীতে ভাঙন

প্রবল বৃষ্টিপাতে পানির নিচে ফেনী শহর ও নদীতে ভাঙন

এমটিনিউজ২৪ ডেস্ক : ফেনীতে প্রবল বৃষ্টিপাতে শহরে জলাবদ্ধতা ও নদীতে ভাঙন দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

সোমবার সকাল ৯টা হতে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার মধ্যে এ বৃষ্টিপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান।

আবহাওয়া অফিস জানায়, টানা বৃষ্টির কারণে শহরের রামপুর শাহীন অ্যাকাডেমি, পাঠান বাড়ি, নাজির রোড, পেট্রো বাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। এ ছাড়া টানা বৃষ্টিতে ফুলগাজীতে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদীগর্ভে তলিয়ে গেছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, সীমান্তবর্তী মুহুরী, কহুয়া, সিলোনীয়া নদীর পানি বাড়ছে। তবে এখনও তা বিপদ সীমার নিচে রয়েছে। তবে ফেনীর ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মঙ্গলবার সকালে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদী গর্ভে তলিয়ে গেছে।

স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে এর আগেও মুহুরী নদীর পাড় ভেঙে কয়েকটি দোকান ঘর নদীগর্ভে তলিয়ে যায়। মঙ্গলবার সকালে দুটি দোকান নদীতে ভেঙে পড়েছে।

এ বিষয়ে ফেনী জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকা ডুবে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে