শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৬:১৭

আ. লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

আ. লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুনে ঘরের হলরুমের আসবাবপত্র, বাড়ির কেয়ারটেকারের কাপড়-চোপড় ও নিচতলার ড্রয়িংরুমের কিছু অংশ পুড়ে যায়। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

জানা গেছে, জহির উদ্দিন মাহমুদ লিপটন পরিবারের কেউ বাড়িতে বসবাস করে না। পরিবারের অন্য সদস্যরা চাকরি, ব্যবসার সুবাদে এলাকার বাইরে থাকেন।

এদিকে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জহির উদ্দিন মাহমুদ লিপটন লেখেন—‘সন্ত্রাসী বন্ধুদের অগ্নিসংযোগে আমি বিচলিত নই। যেখানে ৩২ নাম্বারে আগুন জ্বালিয়ে বাংলাদেশকে অগ্নিকুণ্ডের ভুতুড়ে বানানো হয়েছে, সেখানে আমার মতো নগণ্য একজন মুক্তিযোদ্ধার সন্তানের বাড়ি পোড়ানো খুবই স্বাভাবিক মনে হয়। তবে প্রশ্ন জাগে, প্রায় ১৩ মাস পর এমন পরিকল্পিত অগ্নিসংযোগ কেন? আমি কি গত কয়েক মাসে আওয়ামী লীগে যোগ দিয়েছি, নাকি অন্য কিছু? আমি বিচার চাই না।’

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়োজিদ আকন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে