সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২০:৪২

ফেনীতে মাঠে নেমেছে শহর ব্যবসায়ী সমিতি

ফেনীতে মাঠে নেমেছে শহর ব্যবসায়ী সমিতি

আরাফাতুর রহমান, নোয়াখালী প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে ভোগ্যপণ্যসহ যাবতীয় দ্রব্যমূল্যের বাজার দর ও ভেজাল পণ্য বিক্রি নিয়ন্ত্রণে ফেনীতে মাঠে নেমেছে শহর ব্যবসায়ী সমিতি।
 
শনিবার (২০ জুন) দুপুর ও বিকেলে শহরের বড় বাজারের বিভিন্ন অলি-গলি ও দোকান পাট পরিদর্শন করেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির নেতারা।

এ সময় ব্যবসায়ী নেতারা প্রত্যেক দোকানে পণ্য বিক্রয়ের তালিকা লাগানো, যানযট নিরসনে ফুটপাত দখলমুক্ত রাখা ও ভেজাল পণ্য বিক্রি না করতে আহবান জানান।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হারুন জানান, কিছু ব্যবসায়ী আছে, যারা রমজানে দ্রব্য মূল্য বাড়িয়ে দিয়ে সাধারণ ভোক্তারদের হয়রানি করে। হয়রানি থেকে ভোক্তাদের রক্ষা ও শহর যানজট মুক্ত রাখতে ব্যবসায়ী সমিতি পুরো রমজানে তৎপর থাকবে।

বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আলহাজ ফারুক হারুন, সহ-সভাপতি মহিউদ্দিন খাঁন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মজিবুর হক, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাচ্চু, সহ- সাংগঠনিক সম্পাদক ইফতেখার রাশেদ, বিলাস চন্দ্র সাহা, তাকিয়া রোড উত্তর শাখার সভাপতি লিটন চন্দ্র সাহা প্রমুখ।
২১ জুন, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে