শুক্রবার, ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:২২:০২

বের হলেন খেজুরের রস নিয়ে, ফিরলেন লাশ হয়ে

বের হলেন খেজুরের রস নিয়ে, ফিরলেন লাশ হয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : জীবিকার তাগিদে ফজরের নামাজের পর বাড়ি থেকে বের হওয়া মো. বাদশা ফয়সাল (৪০) মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে খেজুরের রস নিয়ে ফেনী যাওয়ার পথে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের ডাকবাংলা পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাদশা ফয়সাল সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

বাদশা ফয়সাল ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সোনাগাজী জোনের সাবেক অফিস ইনচার্জ। সংসারের দায়দায়িত্ব নিয়ে সম্প্রতি তিনি সোনাগাজীর উপকূলীয় এলাকা থেকে খেজুরের রস সংগ্রহ করে মোটরসাইকেলে ফেনীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

তার অকাল প্রয়ানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, এক কন্যা ও দুই ছেলে সন্তান রেখে গেছেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে স্থানীয়রা পুলিশ আসার আগেই তাকে হাসপাতালে নিয়ে যান, সেখানে তিনি মারা যান।

বাদশা ফয়সাল একজন সৎ, পরিশ্রমী ও ভদ্র মানুষ হিসেবে স্থানীয়দের কাছে অত্যন্ত পরিচিত ছিলেন। পরিবারের জন্য এই দুর্ঘটনা একটি বড় ক্ষতি ও শোকের বিষয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে