ফেনী : এক মাদরাসাছাত্রকে ফ্যানে ঝুলিয়ে ক্রিকেট ব্যাট দিয়ে বেদম পিটিয়ে গুরুতর আহত করেছেন মাদরাসা শিক্ষক। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।
শিশুটির বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের সাতগরিয়া গ্রামে। বর্তমানে শিশুটি ফেনী সদর হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে। ঘটনাটি ঘটে ফেনিতে।
শিশুর বাবা এয়াকুব নবী জানান, ফেনী শহরের পাগলামিয়া সড়ক এলাকার মিছবাহুল কোরআন উলুম ওয়াস সুন্নাহ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র আরিফুল ইসলাম। শুক্রবার সকালে আরিফ বাড়ি যাওয়ার জন্য ছুটি চাইলে মাদরাসা শিক্ষক মোশাররফ হোসেন তাকে ফ্যানে ঝুলিয়ে ক্রিকেট খেলার ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
তিনি জানান, ঘটনার পর শনিবার বিকেলে মুমূর্ষু অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আরিফের শরীরের বিভিন্ন অংশ চাকা চাকা দাগ হয়ে গেছে।
আরিফুল ইসলাম জানায়, গত ৩ সপ্তাহ আগে সে ওই মাদরাসায় ভর্তি হয়। গত শুক্রবার বাড়িতে যেতে চাইলে শিক্ষক মোশাররফ তাকে ফ্যানে ঝুলিয়ে স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। একপর্যায় সে বাথরুমে আশ্রয় নিলে অন্য দুই ছাত্রকে দিয়ে ওয়াল টপকিয়ে বের করে এনে আবার মারধর করেন।
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরোয়ার জাহান জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।
ফেনীর সহকারী পুলিশ সুপার সার্কেল আমিরুল হক গণমাধ্যমকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
১৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম