ফেনী : ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ইকবাল হোসেন নামে বিএনপির এক সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে মতিগঞ্জ এলাকায় ইকবালের বাড়িতে গিয়ে তাকে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামানের লোকজন গুলি করেছে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ ইকবাল হোসেন ওই ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী দোলনের সমর্থক। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। এদিকে, ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের দায়ে দুজনকে আটক করেছে পুলিশ।
এদিকে সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের চরভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রিজাইডিং অফিসারসহ আহত হয়েছেন ৭ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
৪ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম