রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৫:৫৪

‘আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে না’

‘আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে না’

ফেনী : আগামী নির্বাচনে যারা মনোনয়ন পাবে না তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

তিনি বলেন, যারা দলের অপকর্ম করছে তাদের তালিকা হচ্ছে।  আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে না।

রোববার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ধুমঘাট ব্রিজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতারা কনস্টেবলের চাকরি, নৈশপ্রহরী নিয়োগ, টিআর-কাবিখায় ভুয়া নাম লিখিয়ে টাকা আত্মসাত করে। জমি দখল, নীরবে নারী ধর্ষণের ঘটনাও ঘটাচ্ছে তারা।  এসব সরকারের নলেজে আছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা প্রধানমন্ত্রীর অর্জনকে ম্লান করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ সমাপ্ত হবে বলেও জানান মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, ২১৫ মিটার দীর্ঘ ধুমঘাট ব্রিজ নির্মাণে ৪২ কোটি টাকা ব্যয় হবে।  ব্রিজটির ৭৮ শতাংশ কাজ শেষ হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফোর লেনের প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বাবু শুসেন চন্দ্রশীল প্রমুখ।
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে