ফেনী : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও জামায়াত একই মেরুর বাসিন্দা। আদর্শগতভাবে তারা খুব কাছাকাছি। বিএনপির জামায়াত ছাড়ার গুঞ্জন শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। যদি বিচ্ছিন্ন হয় তাহলে সেটা হবে লোক দেখানো।
বৃহস্পতিবার দুপুরে ফেনীর মহিপাল এলাকায় ফ্লাইওভার নির্মাণকাজ পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, কারা জঙ্গিবাদের ইন্ধন দিচ্ছে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আছে। প্রধানমন্ত্রী এরই মধ্যে এ বিষয়ে ইঙ্গিতও দিয়েছেন। শিগগিরই বিষয়টি উন্মোচিত হবে।
সেতুমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বর্তমান সংসদের মেয়াদ পূর্তির (৫ বছর) তিন মাস আগে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বর্তমান সংসদের মেয়াদ আড়াই বছর শেষ। কাজেই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। সে কারণেই প্রধানমন্ত্রী দলের সংসদীয় সভায় সাংসদদের নির্বাচনী প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন।
উড়ালসড়কের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। বলেন, ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যেই এ কাজ শেষ হবে।
সেতুমন্ত্রী বলেন, অবৈধ দখলকারীদের দখল ছাড়তে ৩১ জুলাই পর্যন্ত মাইকে প্রচার করা হবে। ১ আগস্ট থেকে উচ্ছেদ অভিযান শুরুর জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।
এ সময় মহিপালে ছয় লেন উড়ালসড়ক কাজের দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর শিবলী সাদিক, ফেনীর পুলিশ সুপার মো. রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামছুল আলম সরকার উপস্থিত ছিলেন।
২৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম