রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ১১:৩৩:৪৪

পা ধরে মাফ, তারপরও ঘুষ, ওসির নির্দেশে রিকশাচালককে ঘুষের টাকা ফেরত

পা ধরে মাফ, তারপরও ঘুষ, ওসির নির্দেশে রিকশাচালককে ঘুষের টাকা ফেরত

ফেনী : পা ধরে মাফ, তারপরও নেয় ঘুষ।  অবশেষে ওসির নির্দেশে রিকশাচালককে ঘুষের টাকা ফেরত দিলেন এএসআই।  

স্থানীয়রা জানান, থানার এএসআই আবদুর রহমান শুক্রবার রাতে ছাগলনাইয়া পৌরসভার কলেজ রোডে দায়িত্ব পালন করছিলেন। এ সময় নীলফামারী জেলার সাজেদুল নামে এক রিকশাচালক প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হলে পুলিশ দেখে দৌড়ে রিকশা মেসে ঢুকে পড়েন।

তারা জানান, এরপর পুলিশ তার পিছু ধাওয়া করে মেসে ঢুকে চালককে খুঁজতে থাকে।  একপর্যায়ে পুলিশ কর্মকর্তা তাকে ধরে না দিলে মেসের সবাইকে ধরে নিয়ে যাওয়া হবে বলে ভয় দেখান।  মেসের সবাই ভয়ে ওই রিকশাচালককে পুলিশের হাতে তুলে দেন।

অবস্থা বেগতিক দেখে রহমান তাকে ছাড়িয়ে নিতে রিকশা মেসের মালিকের কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।  এত টাকা তাদের পক্ষে দেয়া সম্ভব নয় বলে পুলিশের পা ধরে মাফ চান রিকশাচালক।  

এরপরও টাকা দাবি করলে ২ হাজার টাকা দিয়ে ছাড়া পান রিকশাচালক সাজেদুল।  শনিবার রাতে ওসি রাশেদ খান চৌধুরী এ খবর জানতে পেরে পুলিশ কর্মকর্তা রহমানকে তিরস্কার করেন।  এসময় তিনি রিকশাচালকের টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন।  ওসির কথামতো রহমান টাকা ফেরত দিয়ে দেন।

ওসি রাশেদ চৌধুরী বিষয়টি স্বীকার করে গণমাধ্যমকে জানান, তিনি যতক্ষণ দায়িত্ব পালন করছেন ততক্ষণ কেউ হয়রানির শিকার হবেন না।  পুলিশি হয়রানিতে পড়লে জানাবেন।
৩১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে