রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ০৩:৫৫:৫৭

ফরিদপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর, নিহত ৫

ফরিদপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর, নিহত ৫

ফরিদপুর : ফরিদপুরে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লণ্ডভণ্ড।  ঘূর্ণিঝড়ে নিহত হয়েছেন ৫ জন।  

এসময় আহত হয়েছেন প্রায় শতাধিক।  ঘূর্ণিঝড়ে কয়েকটি গ্রামের বসতঘর, গাছপালা উপড়ে পড়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।  
 
রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরতলীর গেরদা ইউনিয়নে এ ঘূণিঝড় হয়।
 
ঘূর্ণিঝড়ে নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।  তারা হলেন বিরেন শিকদার, আকাশ, চান মিয়া ও হযরত আলী।  তবে একজনের পরিচয় পাওয়া যায়নি।
 
জানা গেছে, ঘূণিঝড়ে গেরদা ইউনিয়নের বাখুন্দা গ্রামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।  
 
ঘূর্ণিঝড়ে শরিফ স্পিনিং মিল ও জুবাইদা করিম স্পিনিং মিলের শেড ভেঙে বেশকিছু শ্রমিক আহত হয়েছেন।  তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে কমপক্ষে ওই মিলের ৪ জন শ্রমিক রয়েছেন।
২১আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে