ফরিদপুর: ফরিদপুরে জেলা ক্রিকেটার নাজমুল হুদার পরিবারে এক কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু, জন্মের ২ ঘণ্টার মাঝেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।
এরপর, সমাহিত করতে শিশুকন্যাটিকে স্থানীয় কবরখানায় নিয়ে যাওয়া হয়। দাফন করার জন্য যাবতীয় প্রক্রিয়াও প্রায় শেষ তখন। হঠাতই শিশুকন্যাটি চিৎকার করে কেঁদে ওঠে। শিশুটিকে একটি কাগজের বাক্সে রাখা ছিল। কান্না শুনে সকলেই হকচকিয়ে যায়।
তড়িঘড়ি শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানকার চিকিৎসকরা জানিয়ে দেন শিশুটিকে বাঁচাতে যে ধরনের পরিষেবা দরকার, তা নেই। তখন হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার স্কায়ার হাসপাতালে। ঢাকা নিয়ে আসা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
২ দিন আগের এই ঘটনা ইন্টারনেটে এখন ভাইরাল হয়ে গিয়েছে। প্রবল রুগ্ন অবস্থায় শিশুটির জন্ম হয় বলে জানা গিয়েছে। গর্ভাবস্থায় শিশুটির কিছু অসুবিধা হওয়ায় মাত্র ২৪ সপ্তাহেই চিকিৎসকরা সিজার করতে বাধ্য হন। শিশুটি ‘প্রিম্যাচিওর’ হওয়ায় শারীরিক ওজনও মাত্র ৭০০ গ্রাম ছিল।
২৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর