রবিবার, ০৯ জুলাই, ২০১৭, ১০:০৭:৩১

পদ্মার তীব্র স্রোতে ধসে গেছে সেতু

পদ্মার তীব্র স্রোতে ধসে গেছে সেতু

নিউজ ডেস্ক : পদ্মার তীব্র স্রোতে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাংগী সেতুটি ধসে গেছে।

রোববার ভোর ৬টার দিকে বিকট শব্দে সেতুটির পূর্ব পাশের অংশটি ধসে যায়। ফলে ভোর থেকেই ফরিদপুর শহরের সাথে নর্থচ্যানেল ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, গোলডাংগী পুরাতন সেতুটির পাশে বড় একটি সেতুর নির্মাণ কাজ চলছে। কাজের কারণে পদ্মা নদীর উৎসমুখটি বাঁশ, মাটি দিয়ে বন্ধ রাখা হয়। পদ্মার পানি বৃদ্ধির ফলে বন্ধ থাকা অংশে পানির চাপ বাড়তে থাকে।

রোববার ভোরে পানির তীব্র স্রোতে সেতুটি ধসে যায়। এছাড়া একটি মসজিদসহ কয়েকটি বাড়ি এখন হুমকির মুখে রয়েছে।

সেতুটি ধসে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, নর্থচ্যানেল ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।

নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, চরাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র সেতুটি ধসে যাওয়ায় ফরিদপুর শহরের সঙ্গে নর্থচ্যানেল ও চরমাধবদিয়া ইউনিয়নের ৩৭টি গ্রামের কয়েক হাজার মানুষ বিপাকে পড়েছে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে