 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দশ গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড়, কলিমাঝি, সূর্যোগ ও শেখর ইউনিয়নের সহস্রাইল, মাইটকোমরা, গঙ্গানন্দপুর, রাখালতলিসহ দশ গ্রামের কয়েক হাজার মানুষ শুক্রবার সকালে ঈদের নামাজ আদায় করেছেন।
কাটাগড় গ্রামের বাসিন্দা আলফাডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হক বলেন, সৌদি আরবে শুক্রবার ঈদ হওয়ায় আমরাও ঈদের নামাজ পড়েছি। চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল শরিফের অনুসারী হিসেবে আমাদের এলাকার এ সমস্ত লোকজন সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে থাকেন।