শুক্রবার, ১০ মে, ২০১৯, ১১:২০:৪৭

ভ্যান চালিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে হতদরিদ্র সাকিব

ভ্যান চালিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে হতদরিদ্র  সাকিব

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ভ্যানচালক সাকিব শেখ। সে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা গ্রামের আজমত শেখের পুত্র। চলতি বছর সাকিব শেখ তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। হতদরিদ্র একটি দিনমজুর পরিবারে জন্ম নিয়ে পড়াশুনার পাশপাশি জীবিকা উপার্জনের জন্য ভ্যান চালায় সে।

জানা গেছে, সাকিবের হতদরিদ্র পিতা আজমত শেখ একজন দিনমজুর। বসতবাড়ির ৫ শতাংশ জমি ছাড়া সহায়-সম্বল বলতে তাদের আর কোনো স্থাবর সম্পদ নেই। পরিবারে তার মা ছাড়াও আরো এক ভাই ও বোন রয়েছে।

সাকিবের বাবা আজমত শেখ জানান, পরিবারের সবার চাহিদা পূরণ করা তার পক্ষে সম্ভব হয় না। তাই ছেলেকেও উপার্জনের পথে নামাতে বাধ্য হন। তবে উপার্জনের পাশাপাশি সে পড়াশোনাও চালিয়ে আসছে। ছেলের এই সাফল্যে তিনি দারুণ খুশি।

সাকিব জানায়, সে ভবিষ্যতে আরো পড়াশোনা করতে চায়। ভবিষ্যতে সে একজন ভালো চিকিৎসক হতে চায়। যাতে তার মতো হতদরিদ্রদের সেবা করতে পারে। সাকিবের পড়াশোনা যাতে অব্যাহত থাকে এজন্য সকলের দোয়া ও সহায়তা কামনা করেছে তার পরিবার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে