ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় মসজিদে আযান দেওয়া অব'স্থায় বাবাকে জ'বা'ই করে হ'ত্যার চে'ষ্টায় ছেলেকে আ'ট'ক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার গো'ড়াইল গ্রামে এ ঘ'ট'না ঘ'টে।
বাবার নাম আছিরুদ্দিন ওই গ্রামের আছির উদ্দিন ফকির গোড়াইল রব্বানীর বাড়ির জামে মসজিদের ইমাম হিসেবে নি'য়ো'জিত আছেন। ছেলে শহিদুল ইসলাম ল'স্ক'রদিয়া ইউনিয়ন স্বে'চ্ছাসে'বক লীগের সভাপতি।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যা'য় বৃহস্পতিবার ভোরে মসজিদে গিয়ে ফজরের আজান দি'চ্ছি'লেন আছিরুদ্দিন। আযানের মাঝামাঝির দিকে তার ছেলে শহিদুল মসজিদের মধ্যেই তাকে জ'বা'ই করে হ'ত্যার চে'ষ্টা চা'লায়। হঠাৎ আযান ব'ন্ধ হওয়ায় মাইকে তার গোং'ড়া'নির শ'ব্দ পেয়ে প্রতিবেশীরা এ'গিয়ে গেলে শহীদুল পা'লি'য়ে যায়। আছিরুদ্দিনকে গু'রু'তর অব'স্থায় প্রথমে নগরকান্দা উপজেলা হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অব'স্থা গু'রু'তর।
পারিবার সু'ত্রে জানা গেছে, শহীদুল দীর্ঘদিন যা'বত তার বাবার কাছে জমি লিখে দি'তে চা'প দি'চ্ছি'ল। জমি লিখে না দেওয়ায় এমন ঘ'ট'না ঘ'টে'ছে বলে এলাকাবাসীরাও ধা'রণা করছেন। নগরকান্দা থানার অফিসার ই'নচা'র্জ (ত'দ'ন্ত) মিরাজ হোসেন বলেন, শহীদুলকে আ'ট'ক করা হয়েছে। বিষয়টি গ'ভী'রভাবে ত'দ'ন্ত চ'লছে।