ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় লাইজু আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝু'ল'ন্ত ম'রদে'হ উ'দ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে উপজেলার মীরাকান্দা গ্রাম থেকে তার ম'রদে'হ উ'দ্ধার করা হয়।নিহ'ত লাইজু নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মীরাকান্দা গ্রামের লুতফর মীরের মেয়ে ও সদরপুর মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল।
পুলিশ ও পারিবারিক সু'ত্রে জানা যায়, সম্প্রতি লাইজুর মান'সি'ক সম'স্যা দেয়। এ কারণে পরিবার তাকে গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুর জানায় লাইজুর জীনের সমস্যা হয়েছে। তাকে পানি পড়া ও গলায় তাবিজ প'রিয়ে দেন ওই হুজুর। কয়েকদিন পরে লাইজুর মা'নসি'ক সমস্যা আরও বে'ড়ে গেলে তাকে কিছুদিন ঘর ব'ন্দী করেও রাখেন পরিবার। গতকাল রাত সাড়ে নয়টার দিকে খাবার না খেয়ে খালার সঙ্গে লাইজু ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ ঘুম ভে'ঙ্গে গেলে খালা তাকে বিছানায় না পেয়ে খোঁ'জাখুঁ'জি শুরু করেন। এক পর্যায়ে লাইজুকে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না পেঁ'চিয়ে ঝু'ল'ন্ত অবস্থায় দেখতে পান।
ঘ'টনার সত্যতা নি'শ্চি'ত করে অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কে'ল) গাজী রবিউল ইসলাম জানান, ময়'নাতদ'ন্তের জন্য ম'রদে'হ ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।