এমটি নিউজ২৪ ডেস্ক : ফরিদপুরে চলন্ত বাসে বিদ্যুতের খুঁটি ঢুকে দুইটি বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের গঙ্গাবর্দী এলাকায় ফরিদপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের দ্রুতগতির একটি বাস বিপরীত দিক থেকে আসা জেআর পরিবহনের বাসকে সাইড দিতে গিয়ে ধাক্কা দেয়।
এতে জেআর পরিবহনটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। অপরদিকে তালুকদার পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি তোলার ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় বিশাল আকৃতির একটি বৈদ্যুতিক খুঁটি বাসটির ভেতর ঢুকে যায়। দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কংকন কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।