এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সজল তালুকদারকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করেছে।
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে ভাঙ্গা কোটপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক সজল তালুকদার ভাঙ্গা উপজেলার মানিকদি ইউনিয়নের খাঁকান্দা নাজিরপুর গ্রামের মৃত রাজ্জাক তালুকদারের পুত্র এবং ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
আটকের বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন।
এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, গত দুই দিন আগে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাজার দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য কাজী জাফর উল্লাহর পক্ষে সুলতান মাতুব্বর, সজল, মজিবার আক্কাস মাতুব্বর ও মজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষ হারুন মোল্লা, ইয়াকুব মাতুব্বর গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় সুলতান ও সজলের লোকজন হারুন মোল্লা দলের ১০টি বাড়ি ও দোকান ভাঙচুর ও লুটপাট এবং ১০টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশের পাশাপাশি র্যাব ও যৌথবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়।
এ ঘটনায় দুই দিন পর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজল তালুকদার, সুলতান মাতুব্বর, মজিবর তালুকদার, আলহাজ তালুকদার, আক্কাস মাতুব্বর, হেমায়েত তালুকদার, মুক্তার তালুকদারসহ ৯০ জনকে আসামি করে হারুন মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটা মামলা দায়ের করেন। ওই মামলায় সজল তালুকদারকে গ্রেফতার করে ভাঙ্গা থানা পুলিশ।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় বেশ কিছু বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে হারুন মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে। উক্ত মামলায় সজল তালুকদার ২ নাম্বার আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।