এমটিনিউজ২৪ ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে বাসচালক রফিক সিকদার (৪৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ যাত্রী। আহতরা ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৮ জুলাই) গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক সিকদার পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী গ্রামের মানিক সিকদারের ছেলে।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ আমিনুর ইসলাম জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহনের একটি বাস মুকসুদপুরে বরইতলা এলাকায় মেঘাফুড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এতে বাসচালকসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাসচালক রফিকুল শিকদারকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আজাদুর রহমান জানান, আহত যাত্রীদের স্থানীয়ভাবে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত চালকের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে বলে জানান সার্জেন্ট আজাদুর রহমান।