রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৭:১৬

সাপের কামড়, অ্যান্টিভেনম দেওয়ার পরও প্রাণ গেলো কৃষকের

সাপের কামড়, অ্যান্টিভেনম দেওয়ার পরও প্রাণ গেলো কৃষকের

এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে খলিল মৃধা (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত খলিল মৃধা উপজেলার সাতৈর ইউনিয়নের ইন্তাজ মৃধার ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে ছাগল আনতে গিয়ে সাপের কামড়ের শিকার হন খলিল মৃধা। এক ঘণ্টার মধ্যে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা শুরু করা হয়। এসময় অ্যান্টিভেনম দেওয়া হলেও দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মাসুমের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান  বলেন, সাপটি মারাত্মক বিষাক্ত ও রোগীর বয়স বেশি হওয়ার কারণে অ্যান্টিভেনম দেওয়ার পরও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে