বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ১১:৩২:৩৯

কান্নায় ভেঙে পড়লেন শামা ওবায়েদ

কান্নায় ভেঙে পড়লেন শামা ওবায়েদ

এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের বিএনপি মনোনিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে বাবার কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের ওবায়েদ মঞ্জিলে নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন শামা ওবায়েদ।

 এসময় তিনি বলেন, আমার বাবা সব সময় আপনাদের পাশে ছিলেন। সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়াতেন। বাবা মারা যাওয়ার পর আমিও আপনাদের পাশে রয়েছি। সালথা-নগরকান্দার মানুষ সকলেই আমরা একটি পরিবার। আগামী দিনগুলোতেও আপনাদের পাশে আমাকে রাখবেন বলে প্রত্যাশা করি। সালথা-নগরকান্দাকে দেশের মধ্যে রোল মডেলে পরিনত করতে চাই।
 
পরে শামা ওবায়েদ তার বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এসময় নেতাকর্মীরাও দোয়া ও মোনাজাতে অংশ নেন।
 
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে নিজ এলাকায় আসেন শামা ওবায়েদ। এসময় ফুলের তোড়া ও ধানের শীষ দিয়ে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে