মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৬:২৮

কারাগার থেকে বের হলেন মির্জা ফখরুল

 কারাগার থেকে বের হলেন মির্জা ফখরুল

মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি : জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ মঙ্গলবার রাত পৌনে ৮টায় কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে তা যাচাই-বাছাই করে রাত পৌনে ৮টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। পল্টন থানায় নাশকতার তিন মামলায় হাইকোর্ট গত ২৪ নভেম্বর মির্জা ফখরুল ইসলামকে জামিন দিলে ওই জামিন স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আদালতে আপিল করে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ সোমবার রাষ্ট্রপক্ষের ওই আবেদন শুনে ‘নো অর্ডার’ দিলে মির্জা ফখরুলের মুক্তির পথ পরিষ্কার হয়। পল্টন থানার ওই তিন মামলাসহ নাশকতার সাতটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ছয় মাস কারাগারে থাকার পর হাইকোর্ট মির্জা ফখরুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। পরে রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সর্বোচ্চ আদালত গত ২১ জুন পল্টন থানার ওই তিন মামলায় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন বহাল রাখে হাইকোর্ট। পাশাপাশি জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এরপর মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসা করিয়ে দেশে ফিরেন মির্জা ফখরুল। এর মধ্যে আত্মসমর্পণ করতে মির্জা ফখরুলকে আপিল বিভাগের বেঁধে দেয়া সময় ২ নভেম্বর শেষ হয়। ফখরুল মেয়াদ বাড়ানোর আবেদন করলেও তা নাকচ করে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল শুনানি করতে নির্দেশ দেয় আপিল বিভাগ। পরদিন ঢাকার মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন মির্জা ফখরুল। এরপর নাশকতার ওই সাত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজ তিনি জামিনে মুক্তি পেলেন। ১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে