মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৫৭:৫১

আগুনে সব পুড়ে গেলেও অক্ষ'ত রইলো পবিত্র কোরআন শরীফ

আগুনে সব পুড়ে গেলেও অক্ষ'ত রইলো পবিত্র কোরআন শরীফ

গাজীপুর: গাজীপুর মহানগরের ইসলামপুর এলাকায় আগুনে একটি বাড়ির ১২টি ঘর ও টিভি ফ্রিজসহ মালামাল পু'ড়ে গেছে। আগুনে ঘরে থাকা যাবতীয় মালামাল পু'ড়ে গেলেও পবিত্র কোরআন শরীফ অক্ষ'ত অবস্থায় উদ্ধা'র করা হয়েছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ই জানান, সোমবার বেলা ২টার দিকে মহানগরের ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার তোফাজ্জল হোসেনের বসতবাড়িতে আগুন লাগে। আগুন মূহু'র্তের মধ্যে ছ'ড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪টার দিকে আগুন নে'ভাতে সক্ষ'ম হয়। এরমধ্যে ১২টি ঘর ও আসবাবপত্র, ফ্রিজ ও টিভিসহ মালামাল পু'ড়ে যায়।

বাড়ির মালিকের ছেলে অনিকের বরাত দিয়ে তিনি আরো জানান, বৈদ্যুতিক শ'র্ট সার্কি'ট থেকে আগুনের সূ'ত্রপা'ত হয়। তাৎ'ক্ষণিক ক্ষ'য়ক্ষ'তির পরিমাণ জানাতে পারেননি তিনি। তবে হ'তাহ'তের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভা'নোর পর একটি কক্ষ থেকে অক্ষ'ত অবস্থায় একটি কোরআন শরীফ উদ্ধা'র করা হয়েছে।

এলাকাবাসী আব্দুল মালেক জানান, বাড়িওয়ালা তোফাজ্জল হোসেন এ বাড়িতে তিনটি কক্ষ নিয়ে বসবাস করতেন। অপর নয়টি কক্ষ তিনি ভাড়া দিয়েছিলেন। আগুনের সময় ভাড়াটিয়ারা কাজে ছিলেন।

আগুনের খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সোহেব আল আসাদ মনির, সাবেক কাউন্সিলর হাবিুর রহমান, সংরক্ষি'ত মহিলা কাউন্সিলর ও বাসন থানার ওসি কাউসার আহমেদসহ এলাকাবাসী ঘটনাস্থলে যান এবং ক্ষ'য়ক্ষ'তির খোঁ'জ খবর নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে