এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও শ্যামল বাংলা কৃষি ফার্ম লিমিটেডের উদ্যোগে উপসী ধান চাষাবাদে রাসায়নিক সারের বিকল্প হিসাবে শ্যামল বাংলা জৈব সারের কার্যকর ও লাভজনক প্রয়োগ শীর্ষক আলোচনা সভা ৪ মার্চ শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এম পি। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বক্তব্য রাখেন এলাকার কৃতি সন্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এন ডি সি সুরাইয়া বেগম, মূখ্য আলোচক পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব এবং শ্যামল বাংলা জৈব সারের উদ্ভাবক মোঃ মাহ্ফুজুল কাদের, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগ গাজীপুরের উপ-পরিচালক জামিল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা প্রমুখ। উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কও মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহর ডেইজী প্রমূখ। প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, কামাল উদ্দিন আহমদ নান্নু, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগর হোসেন খান, অধ্যক্ষ ছানাউল্লাহ্, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রওশন আরা সরকার,
প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি বলেন দেশকে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার মাঝে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। কাপাসিয়াকে আদর্শ উপজেলা হিসাবে গড়তে হলে কি কি পদক্ষেপ নিতে হবে তা জানার জন্যই আজকের এ উদ্যোগ। আমাদের নদ- নদীকে রক্ষা করতে হবে, নদ-নদী হলো মায়ের মতন।
সচিব সুরাইয়া বেগম বলেন, শ্যামল বাংলা জৈব সার উদ্ভাবকের তথ্যের সাথে ব্যবহারের মিল রয়েছে। তিনি উদ্ভাবককে বর্জ্য নিয়ে কাজ করার অনুরোধ করেন। তিনি র্দীঘ সময় ধরে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের নানা সমস্যার কথা শুনেন এবং তা সমাধানে প্রশাসনিক ভাবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানান। সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে অতি শীঘ্রই তা সমাধানের জন্য আশ্বাস দেন। পয়ঃনিস্কাশনের ব্যবস্থা রেখে এবং পরিবেশ রক্ষা করে পরিকল্পিত নগরী গড়ে তোলার উপর বিেিশষ ভাবে গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভূমিকা রাখায় তাকে ধরিত্রি কন্যাও বলা হয়ে থাকে।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, উফশী ধান চাষাবাদে রাসায়নিক সারের বিকল্প হিসেবে শ্যামল বাংলা জৈব সার কার্যকর ও লাভজনক। তা প্রয়োগের মাধ্যমে বিষমুক্ত ফসলে আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। পরিত্যক্ত এবং অব্যবহৃত প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারে সম্পদের কার্যকর সমন্বিত ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন কাঠামো প্রনয়ন এবং বাস্তবায়ন হলে দেশে আগামী ১০ বছরে ১৫ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। পরিবেশ সুরক্ষা গড়ে উঠবে।
০৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস