সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ০৭:৩৮:৩৫

গাজীপুরে আওয়ামী লীগ নেতা তুষার গ্রেপ্তার

গাজীপুরে আওয়ামী লীগ নেতা তুষার গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষারকে (৪৮) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তার রফিকুল ইসলাম তুষার উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকার আদম আলীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই রফিকুল ইসলাম পলাতক ছিলেন। গতকাল রবিবার মধ্যরাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল তার শ্বশুরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আটক করে। পরে সোমবার দুপুরে কালিয়াকৈর থানায় হস্তান্তর করলে থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠায়। তার বিরুদ্ধে ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, রফিকুল ইসলাম তুষারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করলে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে