ছেলের জন্য মায়ের বিষপান 
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  গোপালগঞ্জ প্রতিনিধি : একমাত্র ছেলের মৃত্যু শোক সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করলেন মা।  এ ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তেতুলবাড়ী গ্রামে।
জানা গেছে, উপজেলার কলাবাড়ী বিনয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক দ্রুব বিশ্বাস (৩৫) গতকাল শুক্রবার দুপুর ১টায় ঢাকার একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। 
দ্রুব বিশ্বাস উপজেলার তেতুলবাড়ী গ্রামের ভবতোষ বিশ্বাসের ছেলে।  এ সংবাদ পেয়ে দ্রুব বিশ্বাসের মা মিরাবতী (৫৫) বিষপান করেন।  বাড়ির আশপাশের লোকজন মিরাবতীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে দ্রুব বিশ্বাসের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।  
বিনয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমর হালদার বলেন, দ্রুব বিশ্বাস একজন ভালো শিক্ষক ছিলেন।  তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �