 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
গোপালগঞ্জ থেকে : গোপালগঞ্জে প্রেমের সম্পর্ক নিয়ে দু'পক্ষের সং'ঘ'র্ষে নারীসহ ২০ জন আহ'ত হয়েছেন। আহ'তদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া পশ্চিমপাড়ায় এ সং'ঘ'র্ষের ঘ'টনা ঘ'টে।
গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদ'ন্ত) মো. হযরত আলু জানান, করপাড়া পশ্চিমপাড়া গ্রামের মনির মোল্লার ছেলে ও ইউসুফ সরদারের মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে দু'পরিবারের মধ্যে বিরো'ধ চলছিল। সকালে মেয়ের বাবা ইউসুফ সরদার তার স্বজনদের নিয়ে ছেলের বাবা মনির মোল্লার বাড়িতে গিয়ে তার ছেলের মোবাইল ফোনে থাকা মেয়ের ছবি মুছে ফেলতে বলেন।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কা'টাকা'টি ও হা'তাহা'তির ঘ'টনা ঘ'টে। এরপর উভয়পক্ষ পুনরায় সংগঠিত হয়ে লাঠিসোটা নিয়ে সং'ঘ'র্ষে লি'প্ত হয়। এ সময় লাঠির আ'ঘা'তে উভয় পক্ষের অন্তত ২০ নারী-পুরুষ আহ'ত হন। উভয়পক্ষই থানায় অ'ভিযো'গ দাখিল করেছে, এলাকায় পুলিশ পাঠানো হয়েছ আর তদ'ন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।