শুক্রবার, ০৭ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৪:৫৯

মির্জা ফখরুলকে অবাঞ্ছিত ঘোষণা

মির্জা ফখরুলকে অবাঞ্ছিত ঘোষণা

রংপুর: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে রিটা রহমানের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে এই হুঁশিয়ারি দেয়া হয়।

এনিয়ে রংপুরে বিক্ষোভ করেছে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। রংপুর-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী মোজাফফর হোসেনকে দলীয় মনোনয়ন না দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রিটা রহমানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন।

বিক্ষোভের পর তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক বুলবুল আহাম্মেদ, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন ও ছাত্রদল মহানগর সম্পাদক জাকারিয়া ইসলাম জীম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন মোজাফফর হোসেন একজন খ্যাতিমান মুক্তিযোদ্ধা। তিনি বিএনপির পরীক্ষিত সৈনিক। তাকে বাদ দিয়ে রংপুরে যাকে কেউ চেনেনা, কোনও দিন দেখেওনি সেই রিটা রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা রিটা রহমানকে অবাঞ্চিত ঘোষণা করেন। সেইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে এ দাবি মানা না হলে বিএনপি মহাসচিবকেও রংপুরে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি করেন। সভায় রংপুর-২ আসনে যুবদলের সভাপতি মাহফুজুন্নবী ডনকে মনোনয়ন না দিয়ে মোহাম্মদ আলী নামে ‘হাইব্রিড’ বিএনপি নেতাকে মনোনয়ন দেওয়ারও তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে