বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮, ০৮:২০:২৭

'নৌকারে ভালোবাসি তাই পথে নামছি'

'নৌকারে ভালোবাসি তাই পথে নামছি'

নিউজ ডেস্ক: ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!’ লেখা নৌকার মালিক বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারীর দরিদ্র পরিবারের সন্তান লিটন (২১)। তিনি নৌকাকে ভালবাসেন তাইতো ‘বারে বারে দরকার, ও ভাই শেখ হাসিনার সরকার…।’ গান বাজিয়ে প্রতিদিন গড়ে ৩০ কি.মি পথ পাড়ি দিচ্ছেন।

ভালোভাবে কথা বলতে না পারা এই তরুন নিজের পরিচয় দিয়ে বলেন, আমার বাড়ি হচ্ছে ধোপাখালী ইউনিয়ন, কচুয়া থানা। নাম মো. লিটন মোল্লা, বাবার নাম সেকেন্দার আলী মোল্লা। ধোপাখালী ৬নং ওয়ার্ডের মেম্বার রকিব। তার উৎসাহে আমি এইডে বানাইছি। আমি দেপাড়া বাজারে এক গ্যারেজে কাজ করি। নৌকারে ভালোবাসি তাই পথে নামছি। কত মানুষ আমারে দ্যাহে, ভীষণ ভালো লাগে।

এ বিষয়ে বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউপির সাবেক সদস্য গুরুপদ বৈরাগী বলেন, নিজের আবিষ্কৃত বাইসাইকেল-নৌকায় প্রতিদিন ৩০-৩৫ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন দরিদ্র পরিবারের সন্তান লিটন (২১)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে