বুধবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:১০:৫০

৬ চিকিৎসকের একজনকেও মেলেনি হাসপাতালে, অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীরাও!

৬ চিকিৎসকের একজনকেও মেলেনি হাসপাতালে, অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীরাও!

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছয় জন চিকিৎসকের একজনকেও কর্মস্থলে পায়নি স্বাস্থ্য বিভাগ। শুধু তাই নয়, এসময় ওই হাসপাতালের ২৬ কর্মকর্তা ও কর্মচারীর সবাইকেই অনুপস্থিত পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক ডা. অমল চন্দ্র সাহার ঝটিকা অভিযানে এমন অনুপস্থিতির চিত্র সামনে আসে। ডা. অমল চন্দ্র সাহা-ই এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. অমল চন্দ্র সাহা বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও অন্য স্টাফদের যথাসময়ে উপস্থিতিসহ চিকিৎসা পরিস্থিতি পরিদর্শনে ঝটিকা সফরে যাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ওই  চিকিৎসা কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফ) ডা. মেশকাতুল আবেদসহ এর অন্য ৬ চিকিৎসকই নির্ধারিত সময়ে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া, নার্স ও অন্য পদের ২১ জন স্টাফকেও অনুপস্থিত পেয়েছি।’

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন সরকারি চিকিৎসকসহ  ছয় জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তারা হলেন– উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফ) ডা. মেশকাতুল আবেদ, ডা. গোলাম কিবরিয়া, ডা. আরজিনা খাতুন, ডা. সাদ্দাম হোসেন,ডা. আসিফ ইকবাল এবং ডা. পদ্মা খাতুন।

ডা. অমল চন্দ্র সাহা আরও বলেন, ‘স্বাস্থ্য বিভাগের প্রতি বর্তমান সরকারের বিশেষ নজরদারি রয়েছে। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পর্যবেক্ষণ করেছি। মোট ৬ জন চিকিৎসকসহ ২৬ জন স্টাফ অনুপস্থিত ছিল। এরপর আমার আগমনের খবর পেয়ে একে একে সবাই উপস্থিত হতে থাকে। চিকিৎসকেরা যদি সময়মত না আসেন, তাহলে হাসপাতালের অন্য স্টাফরাও সময়মত আসতে চাইবে না। এটা পরিবর্তন হওয়া জরুরি।’

হাসপাতালে আগমনের নির্ধারিত সময়ে অনুপস্থিত থাকায় সংশ্লিষ্ট চিকিৎসকরাসহ ২৬ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে কুড়িগ্রাম সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ডা. অমল চন্দ্র সাহা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে