সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:০৫:১২

গ্রামকে শহর করার কাজ বাস্তবায়ন শুরু হয়ে গেছে : শিল্পমন্ত্রী

গ্রামকে শহর করার কাজ বাস্তবায়ন শুরু হয়ে গেছে : শিল্পমন্ত্রী

নরসিংদী : সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মেগা উদ্যোগে গ্রামকে শহর করার কাজ বাস্তবায়ন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। 

রোববার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলায় ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প (জিপিইউএফপি) পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, এই মেগা উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে বড়, মাঝারি ও ক্ষুদ্র শিল্পকারখানা গড়ে তোলা হবে। আর দক্ষ জনশক্তি তৈরি করতে একটি শিল্প বিশ্ববিদ্যালয় করা হবে।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আরও বলেন, আজকে আমাদের বছরে প্রায় ১৭ লাখ মে.টন সার আমদানি করতে হয়। জিপিইউএফপি প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু আমদানি নয় বরং রপ্তানিও করতে পারব।

জিপিইউএফপির প্রকল্প পরিচালক মো. রাজিউর রহমান মল্লিকের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহাম্মেদ মজুমদার, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, বিসিআইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল আহছান, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিয়াউল রহমান খান প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে