বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৩৭:৫৮

ইটের মাপ ছোট হওয়ায় দুই ভাটা মালিককে জরিমানা

ইটের মাপ ছোট হওয়ায় দুই ভাটা মালিককে জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ইটের মাপ ছোট হওয়ায় এমআরবি ব্রিকসের ও পিপিআর ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা করেন।  ইটভাটাক দুটি উপজেলার বাড়ুইপাড়া ইউনিয়নের মশান বাজারের পাশে। 

বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জান।

তিনি জানান, ইটের মাপ ছোট থাকায় এমআরবি ব্রিকসের মালিক শরিফুল ইসলাম মুকুল ও পিপিআর ব্রিকসের মালিক আব্দুর রাজ্জাককে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারা অনুযায়ী প্রত্যেক ভাটা মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে